ছবি: সংগৃহীত
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় গ্রেপ্তার এড়াতে তিনি বাড়ির ভেতরে একটি ছাগলের ঘরে লুকিয়ে ছিলেন। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকেই তাকে আটক করা হয়।
আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন। এর আগে, ২০২৪ সালের ২ সেপ্টেম্বরও তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে কারাগারে কিছুদিন থাকার পর তিনি জামিনে মুক্তি পান।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানিয়েছেন, সামাদ রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘবদ্ধ করছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় বিস্তারিত জানতে পুলিশের তদন্ত চলছে।
আসিফ