ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

হাসিনা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে দেশের টাকা পাচার করে দিয়েছে: জোনায়েদ সাকি

প্রকাশিত: ১৬:০৩, ৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:০৩, ৭ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে দেশের টাকা পাচার করে দিয়েছে: জোনায়েদ সাকি

ছবি: সংগৃহীত।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, হাসিনা সরকার জনগণের মাথায় কাঁঠাল ভেঙে দেশের টাকা পাচার করে দিয়েছে।

শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি এক সভায় এসব মন্তব্য করেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, "শেখ হাসিনা সরকার জনগণের মাথায় কাঁঠাল ভেঙে দেশের অর্থনীতির অর্ধেক টাকা লুট করেছে এবং দেশটি পাচার করে দিয়েছে। সেই সরকারকে জনগণ রক্ত দিয়ে আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বের করে দিয়েছে। এখন সেই আন্দোলনের ওপর দাঁড়িয়ে যে সরকার, আমরা আশা করি তারা দেশের সকল মানুষের দাবি এবং কষ্টের প্রতি বিবেচনা রাখবে। জনগণ প্রত্যাশা করে, আপনারা দেশে জনগণের দাবি দাওয়া পূরণ করবেন।"

তিনি আরো বলেন, "আজকে সারা দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাকাল হয়ে পড়েছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সঙ্গতি নেই। তাই আমরা বলছি, আগামী বাজেটে মানুষের হাতে টাকা দিন। প্রত্যেক পরিবারে নগদ টাকা পৌঁছে দিন, বিশেষ করে দরিদ্র পরিবারগুলোর মধ্যে। অন্তত এক কোটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিতে হবে।"

জোনায়েদ সাকি সরকারের প্রতি আহ্বান জানান, "ইসিবির দোকান বন্ধ করা যাবে না, বরং এক কোটি পরিবারের জন্য যথাযথ তালিকা তৈরি করে বিভিন্ন স্থানে দোকান খুলতে হবে। ট্রাকের পেছনে দৌড়াতে বাধ্য করবেন না, সবার সম্মান রক্ষা করতে হবে।"

এছাড়া, তিনি সরকারি কর্মচারীদের সম্পর্কে বলেন, "যদি সরকারি কর্মচারীরা কাজ না করেন, তাহলে দেশ পরিচালনা বন্ধ হয়ে যাবে। তাদের ন্যায্য দাবিগুলো পূরণ করতে হবে। তাদের পে স্কেল, বেতন বৈষম্য এবং মহার্ঘ ভাতা এসব বিষয়ে সদয় দৃষ্টি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি।"

নুসরাত

আরো পড়ুন  

×