![উসকানিদাতাদের দায় নিতে হবে: জামায়াতে আমির উসকানিদাতাদের দায় নিতে হবে: জামায়াতে আমির](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/jamat-amir-1-1-2502070953.jpg)
ছবি: সংগৃহীত
দেশ থেকে পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শুক্রবার ৭ই ফেব্রুয়ারী নারায়ণগঞ্জে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন। এছাড়াও দেশ সংক্রান্ত বিভিন্ন কথা বলেন তিনি।
বিগত সময়ের কথা তুলে তিনি বলেন, এরা সাড়ে ১৫ বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে। এখন তারা পালিয়ে গেছে। ভেবেছিলাম আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝেমধ্যে উসকানিমূলক কর্মকাণ্ড করে থাকেন।
এছাড়াও তিনি বলেন, উসকানির কারণে যে পরিবেশ সৃষ্টি হবে, তার সমুদয় দায় উসকানিদাতাদেরকেই নিতে হবে। জামায়াত যদি এ দেশের মানুষকে খেদমত করার, সেবা করার সুযোগ পায় তাহলে তারা সর্বপ্রথম হাত দেবে শিক্ষা ব্যবস্থায়। যারা একটু শিক্ষিত হয়েছেন, তাদের মাঝে নৈতিক মূল্যবোধের অভাব থাকার কারণে তারা জাতির পকেট খালি করে সমস্ত অর্থ বিদেশে পাচার করে।
শিলা ইসলাম