ছবি: সংগৃহীত
ক্ষমতার প্রসঙ্গ তুলে জুলাই বিপ্লবে ডঃ ইউনূসের কোন অবদান ছিল না এমন মন্তব্য করে বসেন মাসুদ কামাল।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে আসেন মাসুদ কামাল। সেখানে এমন মন্তব্য করেন তিনি। এছাড়াও আরো বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন।
তিনি বলেন, বোঝেইনা কিভাবে কি হয়েছে। কিভাবে মন্ত্রী হয়েছে? কিভাবে উপদেষ্টা হয়েছে? তারা জানে না হঠাৎ করে হয় না যে ঘুম থেকে উঠে লটারি পেয়ে গেছি। লটারিতে পেয়েছে মন্ত্রিত্ব।
তিনি আরো বলেন, আমি এখানে ডক্টর ইউনুস কেউ ইনক্লুড করছি। তার কোন অবদান ছিল না এই আন্দোলনে। সে কি বুঝবে।
এছাড়াও তিনি বলেন, সে যদি চায় আমি সমস্ত আহতদের পুনর্বাসন করব, তাহলে সেটা সম্ভব। উনি যদি চায় রাষ্ট্রের একটা টাকা খরচ হবে না এখান থেকে চাইলে বাইরে থেকে নিয়ে আসা যাবে। কিন্তু উনি চায় না।
এরপর ডক্টর ইউনুসকে নিয়ে বলেন, ভাই শুনতে খারাপ লাগলেও এটা সত্য। আপনি বলতে পারেন পাহাড় সমানে এক ব্যক্তিত্বকে নিয়ে কিভাবে আমি এই ধরনের কথা বলছি।
শিলা ইসলাম