ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

৩২ নম্বরের আন্ডারগ্রাউন্ডে গুপ্ত আয়নাঘর! যা বললেন রাফি

প্রকাশিত: ১৪:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০২৫

৩২ নম্বরের আন্ডারগ্রাউন্ডে গুপ্ত আয়নাঘর! যা বললেন রাফি

একটি রহস্যময় দাবি যা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠেছে।শোনা যাচ্ছে, সম্ভাব্য গুপ্ত আয়নাঘর রয়েছে ধানমন্ডি ৩২- এর নিচে!

অনলাইন অ্যাকটিভিস্ট আবু মোহাম্মদ রাফিউজ্জামান তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যেখানে তিনি ৩২ নম্বরের আন্ডারগ্রাউন্ড কালোকুঠুরি বা গোপন আয়নাঘর নিয়ে প্রশ্ন তোলেন। তিনি এই বাড়ির নিচে সম্ভাব্য গুপ্ত আয়নাঘর থাকার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন এবং সকলকে এই বিষয়ে সচেতন হতে আহ্বান জানান। 

তাঁর পোস্টে বলা হয়েছে,  “৩২ নম্বরের আন্ডারগ্রাউন্ড কালোকুঠুরি রহস্য কি? এই সম্ভাব্য গুপ্ত আয়নাঘর নিয়ে সবাই সোচ্চার হোন৷ দেশের প্রত্যেকটা মানুষের এ বিষয়ে জানা দরকার।”

বুধবার লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতা বুলডোজার মিছিল করে ধানমন্ডি ৩২-এর ঢুকে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, মুর‌্যালসহ পুরাি বাড়ি ভাঙচুর করা হয়।নারায়ে তাকবির স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষোভের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এবার শুধু ভাঙচুরই নয়, অগ্নিসংযোগও করা হয় ঐতিহাসিক এই বাড়িটিতে। ফ্যাসিজমের দীর্ঘদিনের ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত ছিল।

এই মুহূর্তে, বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করার প্রয়োজন এবং সরকার, নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট পক্ষদের এই ঘটনাটি গুরুত্ব সহকারে নিতে হবে। 

আফরোজা

×