ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

টঙ্গীতে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেলের বাড়িতে হামলা ভাংচুর 

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী।।

প্রকাশিত: ১২:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০২৫

টঙ্গীতে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেলের বাড়িতে হামলা ভাংচুর 

ছবিঃ সংগৃহীত

বৃহস্পতিবার রাতে টঙ্গী গাজীপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির টঙ্গী নোয়াগাঁওয়ের বাসভবনে হামলা ভাংচুর ও বাড়ির সামনে আগুন জালিয়েছে ছাত্র-জনতা। ভাংচুর পালানোর সময় নোয়াগাঁও স্কুলের সামনে থাকা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির মুড়ালটি ব্যাপক ভাংচুর করে তছনছ করা হয়।


এসময় আওয়ামীলীগ নেতা মতিউর রহমান মতির বাস ভবনে দ্বিতীয় তলায় থাকা একটি পরিবারের তিন সদস্যকে বাসা থেকে বের করে দেয় বিক্ষুদ্ধ জনতা। দুইটি পাশাপাশি বাসভবনের সামনে দীর্ঘক্ষণ ছাত্রজনতা কয়েকবার বিক্ষোভ করে। বৃহষ্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত থেমে থেমে বিক্ষোভ ও ভাঙচুর চালায় বিক্ষুদ্ধরা। এ সময় বাড়ি দুইটিতে থাকা বেশ কিছু মালামাল লুট, ভাংচুর ও বাড়ির সামনের রাস্তায় আগুন দেয় বিক্ষোভকারীরা।

নূরুল /জাফরান

×