ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

মধ্যরাতে বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়লো শেখ সেলিমের বাড়ি

প্রকাশিত: ১২:১৭, ৭ ফেব্রুয়ারি ২০২৫

মধ্যরাতে বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়লো শেখ সেলিমের বাড়ি

ছবি: সংগৃহীত।

গত জুলাই মাসে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনলাইন ভাষণের জেরে রাজধানী ঢাকার বনানী এলাকায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের বাসায় আগুন দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) জানায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিশ্চিত করেছেন, জনতা শেখ সেলিমের বাসায় আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

এ ঘটনাটি ঘটার আগে, ভারতে পালিয়ে যাওয়া সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণের সম্প্রচারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে, ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুড়িয়ে ফেলা হয় বিক্ষুব্ধ ছাত্র-জনতার দ্বারা। এছাড়া, একই রাতে খুলনায় 'শেখ বাড়ি' ভাঙচুরের শিকার হয়।

এই সহিংসতা থেমে থাকেনি। পরবর্তী সময়ে কুষ্টিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হানিফের বাড়িতে হামলা চালানো হয়। গত দুই দিনে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্যদের অন্তত ১৩টি বাড়ি ও অন্যান্য স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এর পাশাপাশি, শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের অর্ধশতাধিক ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে।

নুসরাত

×