ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

এই সরকারের আমলেও আ’লীগরা ফায়দা নিচ্ছে: নুর 

প্রকাশিত: ১২:০৭, ৭ ফেব্রুয়ারি ২০২৫

এই সরকারের আমলেও আ’লীগরা ফায়দা নিচ্ছে: নুর 

ছবি: সংগৃহীত

এই সরকারের আমলেও আওয়ামী লীগ ফায়দা লুটে নিচ্ছে এমন মন্তব্য করেন নুরুল হক নুর। 

সম্প্রতি দেশের একটি গণমাধ্যম নুরুল হক নুর সাক্ষাৎকারে আসেন এবং সেখানে এসে এমন মন্তব্য করেন তিনি। 

উপস্থাপক তাকে প্রশ্ন করেন আগামী লীগের অবস্থাকে নিশ্চিহ্ন করার একটা উপায় ছিল ৩২ নম্বরের বাড়িটি ভেঙে ফেলা এবং এরপরেও কেউ কেউ বলছেন বিশেষ করে বিএনপি'র পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন যত দেড়ি হবে আওয়ামী লীগ ষড়যন্ত্র তত পাকাপোক্ত হতে থাকবে। আপনার কি মনে হয় রাজনীতির গতিপথে পরিবর্তন হচ্ছে? 

এই প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, রাজনৈতিক পথ পরিবর্তন হচ্ছে কিনা সেটি বলার চেয়ে আমি দেখছি নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। জটিলতা বাড়ছে, ধোঁয়াশা তৈরি হচ্ছে। 

তিনি বলেন, এমন চলতে থাকলে আমরা যে ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ দেখছি সেখানে একটা সংকট তৈরি হবে। 

৫ ই ফেব্রুয়ারি জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আওামী লীগ বা তার সদস্যদের প্রতি জনতার যে ক্ষোভ সেটা তৈরি হওয়া দরকার ছিল ৫ ই আগস্টের পর কিন্তু তা ছয় মাস পরে কেন?  

এরপর তিনি বলেন, এজন্য আমি মনে করি এই সমস্ত ঘটনা নতুন নতুন জটিলতা তৈরি করছে। 

ক্ষমতার কথা তুলে তিনি বলেন, কিছু লোক আছে যারা বেশভূষা পরিবর্তন করেছে কিন্তু তাদের মানসিকতা পরিবর্তন হয়নি। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বলতো আমরা আওয়ামী লোক। এখন সরকার পরিবর্তন হয়েছে, এখন তারা পরিচয় পরিবর্তন করছে। এখন বলছে যারা আন্দোলন করেছে তাদের পক্ষের লোক।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=9m4KDTe1gPA

শিলা ইসলাম

×