ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

সারাদেশে বিক্ষোভ সমাবেশ আহ্বান নাসিরুদ্দিন পাটোয়ারী’র

প্রকাশিত: ১১:৫০, ৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:৫২, ৭ ফেব্রুয়ারি ২০২৫

সারাদেশে বিক্ষোভ সমাবেশ আহ্বান নাসিরুদ্দিন পাটোয়ারী’র

সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এক ফেসবুক পোস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘জুলাইয়ের শহীদেরা’ দেশের নতুন গণতান্ত্রিক আন্দোলনের জন্য অনুপ্রেরণার প্রতীক।


তাঁর পোস্টে তিনি উল্লেখ করেন, “আমাদের শহীদেরা আমাদের ঐক্যের জায়গা। পতিত ফ্যাসিবাদী খুনি হাসিনার সাইকোপ্যাথিক বক্তব্য ও আওয়ামী গণহত্যাকারীদের অব্যাহত হুমকি জনগণের মুক্তি সংগ্রামের নায়কদের আত্মত্যাগকে অবমাননা করেছে।”


এই পরিস্থিতির প্রতিবাদে আজ বিকাল ৪টায় সারাদেশে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি ছাত্র-জনতাকে আহ্বান করেন, “প্রত্যেকটি অভ্যুত্থানের পয়েন্টে শহীদি স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করুন।” তার মতে, এই স্তম্ভ ভবিষ্যতের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সূতিকাগার হিসেবে কাজ করবে।


নাসিরুদ্দিন পাটোয়ারীর মতে, দেশকে পুনর্গঠন করতে হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আপসহীন থাকতে হবে। তিনি তার পোস্টের শেষে #RebuildBangladesh হ্যাশট্যাগ ব্যবহার করে গণতন্ত্রকামী জনগণের প্রতি সংহতি জানান। 

আফরোজা

×