ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

নতুন যে বার্তা দিলেন সারজিস আলম !

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৯:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২৫

নতুন যে বার্তা দিলেন সারজিস আলম !

ছবিঃ সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম আজ ৭ ফেব্রুয়ারি তার ফেসবুক পোস্টে লিখেছেন— “Let’s Rebuild Bangladesh”। তার এই বার্তা নতুন আলোচনার জন্ম দিয়েছে শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন মহলে।

পরিবর্তনের ডাক?

সারজিস আলম দীর্ঘদিন ধরে ছাত্র ও জনগণের  অধিকার ও সাম্যের পক্ষে কাজ করে আসছেন। তার সাম্প্রতিক পোস্টে তিনি একটি ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

সাড়া পড়েছে অনলাইনে

তার পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ লিখেছেন, “এই পরিবর্তনের ডাক অনেক আগেই আসা উচিত ছিল!” আবার কেউ বলছেন, তারুণ্যের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ.

সারজিস আলমের এই বার্তা শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তব কোনো পরিবর্তনের সূচনা করবে—এটাই দেখার বিষয়।

জাফরান

×