ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

সামনের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে-  শহীদুল ইসলাম বাবুল

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

প্রকাশিত: ০৮:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২৫

সামনের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে-  শহীদুল ইসলাম বাবুল

ছবি: জনকণ্ঠ

ফরিদপুরের নগরকান্দায় কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষকদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এই সমাবেশে কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, সামনের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে।

বিএনপি নেতাকর্মীদের এই ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে বা এখনও কারও ওপর প্রতিহিংসা পরায়ণ হবে না। এটা আমাদের দলের নির্দেশ রয়েছে।
 বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদ হাট বাজারে কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল আরো বলেন, কেউ গায়ের জোরে, ক্ষমতার জোরে, অন্যায়-অত্যাচার নিপীড়নের সঙ্গে জড়িত হবেন না, এই জিনিসটা সকলেই মনে রাখবেন। আমরা কারও প্রতি প্রতিহিংসা চরিতার্থ করবো না। আমাদের কাজ মানুষের পাশে থাকা, তাদের নিরাপত্তা দেওয়া, তাদের সুখ-দুঃখের পাশে থাকা। যে যেমন কাজ করবে তাকে সেই পরিমাণ ফল ভোগ করতে হবে। প্রকৃতি কাউকে ক্ষমা করে না।

কৃষক দলের সাধারণ সম্পাদক আরও বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। আমাদের নেতা তারেক রহমানের পাঁজর ভেঙ্গে তাঁকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের শত শত নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে। বাংলাদেশে ভয়াবহ গুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছিল। আমরা সকলেই ভয়াবহ দিন পার করেছি, কিন্তু কখনোই শেখ হাসিনার সঙ্গে আপস করিনি। আমরা হাসিনার চোখে চোখ রেখে ১৭ বছর লড়াই করেছি।

শহিদুল ইসলাম বাবুল বলেন, মনে করবেন না বিপদ কেটে গেছে। সামনের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আপনারা ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন।

সমাবেশে নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ জেলা ও উপজেলা কৃষক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

অভিজিৎ /জাফরান

×