ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

অস্থিতিশীলতার জন্য শেখ হাসিনাকে দায়ী করে বিচার দাবি জাতীয় নাগরিক কমিটির

প্রকাশিত: ০৪:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৪:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০২৫

অস্থিতিশীলতার জন্য শেখ হাসিনাকে দায়ী করে বিচার দাবি জাতীয় নাগরিক কমিটির

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক অস্থিরতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটি তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

জাতীয় নাগরিক কমিটির অভিযোগ

বিবৃতিতে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি ভারতের দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, যা সারা দেশে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এই বক্তব্যের কারণে ধানমন্ডিসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কমিটির পক্ষ থেকে সরকারকে আহ্বান জানানো হয়েছে, “ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যে অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হোক।”

ভারত সরকারের প্রতি আহ্বান

জাতীয় নাগরিক কমিটি ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, শেখ হাসিনা ও তার সহযোগীদের সকল কর্মকাণ্ড বন্ধ করে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, “শেখ হাসিনা ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, যা রুখতে ছাত্র ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি

জাতীয় নাগরিক কমিটি জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তারা বলেছে, “বিচারহীনতার সংস্কৃতি জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। কেবল দ্রুত ও সুষ্ঠু বিচারই এ ক্ষোভ প্রশমিত করতে পারে।”

সরকারের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান

নাগরিক কমিটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “যেকোনো অপশক্তির ষড়যন্ত্র রুখতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে জনগণের ক্ষোভ কমবে এবং দেশ স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।”

জাতীয় নাগরিক কমিটির এই বিবৃতি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মো. মহিউদ্দিন

আরো পড়ুন  

×