ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশে যাত্রা করলেও পুলিশের বাধার মুখে মিন্টো রোডের মাথায় বসে পড়েছেন তারা। মধ্যরাতে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে বাংলামোটরের রূপায়ন টাওয়ার থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হন শিক্ষার্থীরা। কিন্তু রাত ১২টা ৪৮ মিনিটে মিন্টো রোডের মাথায় পুলিশি বাধার সম্মুখীন হলে তারা সেখানে বসে পড়েন।
আব্দুল হান্নান মাসউদের ফেসবুক পোস্ট
এর আগে, আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল হান্নান মাসউদ ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে পরিস্থিতি সম্পর্কে জানান।
প্রথম পোস্টে তিনি লিখেন—
“আমার জন্মভূমি হাতিয়ায় সাবেক এমপি, জলদস্যু মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের উপর গুলিবর্ষণ করা হয়েছে। প্রশাসন আছে, কিন্তু সন্ত্রাসীদের হাতে অস্ত্রও আছে। আমার ভাইদের উপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে, আমি যাচ্ছি। হয় জন্মভূমি, নয় মৃত্যু। দোয়া করবেন।”
অন্য এক পোস্টে তিনি লেখেন—
“স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছি, ওখানে অবস্থান করবো রাত ১২:৩০টা থেকে। ওনারা ঘুমাবে, আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর গুলি করবে। যারা সঙ্গ দিবেন, আসতে পারেন।”
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।
মো. মহিউদ্দিন