ছবি; সংগৃহীত
ঢাকা মহানগর উত্তরের রামপুরা থানার ২৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হক বিশু ব্যাপারীর ওপর লোক দিয়ে হামলানোর অভিযোগ উঠেছে রামপুরা থানা যুবদলের আহ্বায়ক বিরুদ্ধে।
রাজধানীর মালিবাগ বাজাররোড রুপালি ক্লাবের পাশে মাংসের দোকানের সামনে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা এ ঘটনা ঘটে। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলাও দায়ের করেছেন বিশু। একই সঙ্গে বুধবার রামপুরায় সংবাদ সম্মেলনও করেছেন আহত বিএনপি নেতা বিশু।
মো. রুবেল হক বিশু বলেন, রামপুরা থানা যুবদলের আহ্বায়ক কামাল আহমেদ দুলু তার লোকজন নিয়ে গত ১লা ফেব্রুয়ারী মালিবাগ কমিটি সেন্টারের উল্টো পাশে সিএনজি স্ট্যান্ড দখল করতে গেলে আমি বাঁধা দেই। এরই প্রেক্ষিতে গত রবিবার রাতে রাজধানীর মালিবাগ বাজাররোড রুপালী ক্লাবের পাশে মাংসের দোকানের সামনে আমার উপর অতর্কিত হামলা চালানো হয়।
রামপুরা থানা যুবদলের আহ্বায়ক কামাল আহমেদ দুলুর নির্দেশে ঘটনাটি ঘটিয়েছেন ডিম মনা, তালাত, কেরেচ্ছা আলম, মাসুম খানসহ অজ্ঞাত আরো ৪/৫জন। তারা ছুরি, চাপাতি, জিআই প্রাইপ দিয়ে বেদরকভাবে আমাকে মেরে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমি হাসপাতালে ভর্তি থাকায় এ ঘটনায় আমার ছোট ভাই সাজ্জাত হক রকি বাদি হয়ে রামপুরা থানায় ডিম মনা, তালাত, কেরেচ্ছা আলম, মাসুম খানসহ অজ্ঞাত আরো ৪/৫জনের নাম দিয়ে মামলা দায়ের করেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে কামাল আহমেদ দুলু বলেন, আমি সামনে কাউন্সিলর নির্বাচন করবো। আমার বিরুদ্ধে একটা মহল অপপ্রচার চালাচ্ছে। আমি এসব ঘটনার সঙ্গে জড়িত নয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তবে এখনো তেমন কোনা আসামি ধরা পরেনি বলেও জানান তিনি।
শহীদ