ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ‘জুলাই বিপ্লবে’ প্রথম শহীদ আবু সাঈদের ছবি লাগিয়ে এলাকাটিকে ‘বিপ্লবী চত্বর’ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় ছাত্র-জনতা এই কর্মসূচি পালন করেন। তারা দাবি করেন, শহীদ আবু সাঈদ দেশের বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতীক এবং তার স্মরণে এ স্থানটিকে নতুনভাবে চিহ্নিত করা হয়েছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মধুপুর শাখার প্রতিনিধি সদস্য সবুজ মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সোহানুর রহমান, সোলায়মান হোসেন, মো. মাজহারুল ইসলাম ও টিএ নাঈম সহ অনেকে।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, “শহীদ আবু সাঈদ দেশের বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। তার আত্মত্যাগকে অমর করে রাখতে এই স্থানকে ‘বিপ্লবী চত্বর’ ঘোষণা করা হলো।”
তারা আরও বলেন, রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের বিরুদ্ধে দেশের ছাত্রসমাজ রাস্তায় নেমেছে এবং তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
মো. মহিউদ্দিন