ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

এখানে কেউই ফেরেশতা না, শাওনের উদ্দেশ্যে কেন বললেন নাহিদ?

প্রকাশিত: ২৩:২৫, ৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৩৭, ৬ ফেব্রুয়ারি ২০২৫

এখানে কেউই ফেরেশতা না, শাওনের উদ্দেশ্যে কেন বললেন নাহিদ?

ছবি: সংগৃহীত।

হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী আলোচিত অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আজ সন্ধ্যায়  (৬ ফেব্রুয়ারি) ধানমন্ডি থেকে  গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। আগস্ট শেখ হাসিনার পতনের পর তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ড ও ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ উঠে।

এ বিষয়ে অনেক আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে। এসব বিষয়ে জবাব দিয়েছেন প্রবাসী বিউটি থেরাপিস্ট নাহিদ সুলতানা। তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেন,  ১৬ বছর আপনারা কাউকে কথা বলতে দেননি, এবার আপনাদেরও কেউ কথা বলতে দিবেনা। এটাই স্বাভাবিক। এখানে কেউই ফেরেশতা না।

সায়মা ইসলাম

×