![সাভারে আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর করতে গিয়ে এলাকাবাসীর হাতে মারধর সাভারে আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর করতে গিয়ে এলাকাবাসীর হাতে মারধর](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/1234-2502061707.jpg)
ছবি: দৈনিক জনকণ্ঠ
সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় এলাকাবাসী তাদের মারধর করে এবং সেখান থেকে তাড়িয়ে দেয়।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাভারের হেমায়েতপুর এলাকার মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের পৈতৃক বাড়ি "রাজ মঞ্জুরী" ভাঙচুর করার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় প্রায় ২০-৩০ জন ছাত্র-জনতা হেমায়েতপুরের রাজীবের বাড়িতে বুলডোজার কর্মসূচীর অংশ হিসেবে জমায়েত হয়। পরে তারা রাজ মঞ্জিলের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালার কাঁচ ভাঙচুর করেন। ভবনের বাইরের একটি অংশে আগুন দেয়ার চেষ্টা করলে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাদের বাধা দেন। বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে শতাধিক এলাকাবাসী তাদের ধাওয়া দিয়ে কয়েকজনকে ধরে পিটুনি দেয়।
রেজা