ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

গোপনে ছাত্র-জনতার ছবি তুলছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, এরপর যা ঘটল

প্রকাশিত: ২১:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২৫

গোপনে ছাত্র-জনতার ছবি তুলছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, এরপর যা ঘটল

ছবিঃ সংগৃহীত

পাবনা শহরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় গণপিটুনির শিকার হয়েছেন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী তুষার।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শালগাড়িয়ার জেনারেল হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শিক্ষার্থীদের মিছিলের পর আবু সাঈদের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। সন্ধ্যায় ঘটনাস্থলে গোপনে ছবি তুলতে গিয়ে ছাত্র-জনতার হাতে ধরা পড়েন কাজী তুষার।

তাকে ধাওয়া দিয়ে হাসপাতালে ও পরে মসজিদে আশ্রয় নিলেও উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নেয়। পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, তুষারের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ

×