ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

আয়নাঘর পরিদর্শনে যাবেন ড. ইউনূস? যা জানা গেল

প্রকাশিত: ২১:২৮, ৬ ফেব্রুয়ারি ২০২৫

আয়নাঘর পরিদর্শনে যাবেন ড. ইউনূস? যা জানা গেল

ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমসহ যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শন করবেন। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

সভায় পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপকহারে আমদানি ও সরবরাহ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া রমজানে লোডশেডিং এড়াতে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

সূত্রঃ https://www.google.com/amp/s/www.prothomalo.com/amp/story/bangladesh/plkt52v67u

আসিফ

×