ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি নিয়ে অনুসন্ধান করবে দুদক

প্রকাশিত: ২০:৪০, ৬ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি নিয়ে অনুসন্ধান করবে দুদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জন এবং বিদেশ সফরের খরচ নিয়ে অনুসন্ধান শুরু করেছে। দুদক জানিয়েছে, শেখ হাসিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, যার মধ্যে ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস এবং ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য। এই ডিগ্রি সংগ্রহে প্রচুর টাকা ব্যয় এবং দেশের স্বার্থের পরিপন্থি চুক্তি ছিল বলে দুদকের তদন্তে উঠে এসেছে।

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের খরচও বিশাল পরিমাণ ছিল। তিনি প্রায় প্রতি বছর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সরকারি খরচে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ব্যবহার করতেন এবং সফরসঙ্গীদের বিশাল দল নিয়ে যেতেন। ২০১৫ সালে তিনি ২২৭ জনের একটি দল নিয়ে নিউইয়র্কের জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যান, যা ২০১৪ ও ২০১৩ সালেও ছিল যথাক্রমে ১৭৮ ও ১৩৪ জনের দল।

এছাড়া, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে ৪৮টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করা হয়েছিল, যার মধ্যে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় হয়। এসব সফরে অতিরিক্ত খরচের কারণে সরকারের পাওনা রয়েছে বিমানের কাছে প্রায় ৫০ কোটি টাকা।

দুদক এই সব তথ্য পর্যালোচনা করে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

রেজা

×