![আ. লীগের নিষিদ্ধকরণের দাবি নিয়ে লালমাইয়ে বিক্ষোভ আ. লীগের নিষিদ্ধকরণের দাবি নিয়ে লালমাইয়ে বিক্ষোভ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/awame-2502061407.jpg)
ছবি: সংগৃহীত
কুমিল্লার লালমাইয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাগমারা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করার দাবির পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের বিচারের দাবি করেন। তারা ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দেন। মিছিল শেষে বাগমারা নিউ মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, কবির হোসেন, ফয়সাল আহমেদ, জাহিদুল ইসলাম ও সদস্য আবদুল্লাহ আল ইমন।
ছাত্রনেতা কবির আহমেদ চাঁদাবাজি ও টেন্ডারবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের পাশাপাশি এখন আরেকটি দল এসেছে, যারা লুটপাট, চাঁদাবাজি ও মানুষের ওপর জুলুম নির্যাতন শুরু করেছে। আমরা চাই না বাসস্ট্যান্ড, অটোস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি হোক। আমরা চাই জনগণ, কর্মচারী, কৃষক, পরিবহনচালক সবাই শান্তিতে এই দেশে থাকুক। কাউকে চাঁদা দিতে হবে না। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।"
রেজা