![বায়তুল আমান ভবনে অগ্নিসংযোগ, গুড়িয়ে দিল বুলডোজার বায়তুল আমান ভবনে অগ্নিসংযোগ, গুড়িয়ে দিল বুলডোজার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/agun-2502061351.jpg)
ছবি:প্রীতম মাহমুদ
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত বায়তুল আমান ভবনে অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় অবস্থিত বায়তুল আমান ভবনটি আওয়ামী লীগের একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। এটি দলটির স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল এবং নারায়ণগঞ্জের আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কার্যক্রমের একটি কেন্দ্র ছিল।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই ভবনটির ধ্বংসের ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশ এবং ক্ষুব্ধ। ভবনটির ভেতরে রাখা মূল্যবান অনেক সামগ্রী এবং ঐতিহাসিক নথিপত্রও পুড়ে গেছে।
রেজা