ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

আইনশৃঙ্খলা বাহিনী কি ছাত্র-জনতার বিরুদ্ধে অস্ত্র ধরবে? যা জানালেন আসিফ

প্রকাশিত: ১৯:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫

আইনশৃঙ্খলা বাহিনী কি ছাত্র-জনতার বিরুদ্ধে অস্ত্র ধরবে? যা জানালেন আসিফ

ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'খুনি' আখ্যা দিয়ে বাংলাদেশ বিরোধী, গণঅভ্যুত্থান বিরোধী মন্তব্য করেছেন, যা দেশের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।

আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে বলেন, "খুনি হাসিনা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলবে আর সরকার জুলাইয়ের সেই ছাত্র-জনতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র ধরতে বলবে?" তিনি আরও বলেন, "ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত।" তার এই বক্তব্যে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকার বিরোধী আন্দোলনগুলোর প্রতি তাঁর সমালোচনা স্পষ্ট হয়েছে।

এদিকে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে দেশের ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং সরকারের কঠোর পদক্ষেপের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।

আসিফের ফেসবুক স্ট্যাটাস সংযুক্ত করা হলো।

আসিফ

×