ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

পিংকি প্লাজা ও সাবেক সাংসদ নয়নের বাড়ী ছাত্র জনতার পুন: ভাংচুর

প্রকাশিত: ১৯:৪১, ৬ ফেব্রুয়ারি ২০২৫

পিংকি প্লাজা ও সাবেক সাংসদ নয়নের বাড়ী ছাত্র জনতার পুন: ভাংচুর

ছবি: দৈনিক জনকণ্ঠ

লক্ষ্মীপুরে স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত সাবেক জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর পিতা সাবেক পৌর মেয়র এবং সাবেক জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহেরের চারতলা বিশিষ্ট পিংকি প্লাজা কমপ্লেক্সে ছাত্র জনতা পুনরায় ভাঙচুর শুরু করেছে।

বৃহস্পতিবার বিকেল প্রায় ৫টা থেকে পুরো কমপ্লেক্সটি ভেঙে ফেলার কাজ শুরু হয় এবং কমপ্লেক্সটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে বলে সূত্রে জানা গেছে। ছাত্ররা সেখানে গণ শৌচাগার নির্মাণের দাবি জানিয়েছে। এর আগে, ৪ আগস্ট উপজেলা চেয়ারম্যান টিপুর বিরুদ্ধে ছাত্রদের ওপর গুলি চালিয়ে চারজন আন্দোলনকারী ছাত্রকে হত্যার অভিযোগ ওঠে। সেই দিন এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৫ আগস্ট বাড়িটিতে আগুন দেয়া হয়।

ভবনটি ভাঙচুরের দৃশ্য দেখতে হাজার হাজার উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। ছাত্র জনতা ভবনের সব মালামাল বাজারের সড়কে নিয়ে এসে আগুনে পুড়িয়ে দিয়েছে। এতে সড়কটি বন্ধ হয়ে যায়, যার ফলে শহরে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

রেজা

×