ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

মংলা বন্দরে ভীড়ল পাকিস্তানি জাহাজ, বাজল বিয়ের সানাই!

প্রকাশিত: ১৯:০৫, ৬ ফেব্রুয়ারি ২০২৫

মংলা বন্দরে ভীড়ল পাকিস্তানি জাহাজ, বাজল বিয়ের সানাই!

ছবিঃ সংগৃহীত

শুল্ক বৃদ্ধির কারণে ভারতকে বাদ দিয়ে প্রথমবারের মতো পাকিস্তান থেকে চিটাগুড় আমদানি করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমটি ডলফিন-১৯’।

২২ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে ৫ হাজার ৫০০ টন চিটাগুড় নিয়ে যাত্রা শুরু করে এই জাহাজটি। দীর্ঘ সমুদ্রপথ পেরিয়ে অবশেষে বৃহস্পতিবার দুপুরে এটি মোংলা বন্দরে এসে নোঙর করে। জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ মিটার এবং ড্রাফট ৭ মিটার।

এদিকে ভারতীয় চিটাগুড়ের ওপর শুল্ক বৃদ্ধির পর বাংলাদেশ বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়। সেই প্রেক্ষিতে পাকিস্তান থেকে চিটাগুড় আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে এই পদক্ষেপ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। কিছু মানুষ এই উদ্যোগকে স্বাগত জানালেও অন্যরা এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মংলা বন্দরে ঘটনাটি উদযাপন করতে একদল বাদক বাদ্যযন্ত্রে সুর তোলেন, সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। নতুন এই বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ যেন নতুন একটি চিত্তাকর্ষক এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক দিক উন্মোচন করল। তবে বিষয়টি সোশাল মিডিয়ায় বেশ হাস্যরসের খোরাক হয়েছে।

সূত্রঃ https://www.facebook.com/share/v/18ws5ZQ2xQ/

আসিফ

×