ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

ধানমন্ডি বত্রিশে ভাংচুরের ঘটনায় শাহবাগকে অসম্মান করা হলো! কী বললেন ফাহাম?

প্রকাশিত: ১৮:২০, ৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:২১, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ধানমন্ডি বত্রিশে ভাংচুরের ঘটনায় শাহবাগকে অসম্মান করা হলো! কী বললেন ফাহাম?

ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আবদুস সালাম গতকাল রাতের 'মার্চ টু ধানমন্ডি বত্রিশ' কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানানোর পর, আজ আবার ফেসবুকে এক নতুন স্ট্যাটাস শেয়ার করেন। সেখানে তিনি জানান যে, গতকালের রাজনৈতিক কর্মসূচির পর কিছু আওয়ামী নেতার তরফ থেকে ব্যক্তিগত হুমকি, গালি এবং থ্রেটিং বার্তা তিনি লক্ষ্য করেছেন। 

স্ট্যাটাসে ফাহাম উল্লেখ করেন,― “একবার দেশে আয়, একবার ট্রাই কর” প্রকারের অপ্রীতিকর বক্তব্য ও হুমকি তার কাছে পৌঁছে গেছে। তবে তিনি মন্তব্য করেন  যে, এত থ্রেটের পরও গতকাল কোন আওয়ামী নেতা তার সামনে সশরীরে উপস্থিত হননি বা কোনো সরাসরি আক্রমণ করেননি। 

তিনি আরও বলেন, এই ঘটনার ফলে শেখ মুজিবের বিদেহী ও শেখ হাসিনার দেহী আত্মার প্রতি অসম্মান জানানো হয়েছে বলে মনে হচ্ছে। বিশেষ করে ৫ই ফেব্রুয়ারিতেই বত্রিশের বাড়িতে হামলা হওয়ায় এতে শাহবাগের সম্মানহানী হয়েছে বলে ব্যাঙ্গাত্মক কথা বলেন।

অনলাইনে তাঁর এই স্ট্যাটাসটি ব্যাপক আলোচিত হচ্ছে। ফাহামের ফেসবুক স্ট্যাটাসটি নিচে সংযুক্ত করা হলো।

×