ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

বরিশালে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে লক্ষ্য করে আক্রমণ

প্রকাশিত: ১৭:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৫

বরিশালে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে লক্ষ্য করে আক্রমণ

ছবি: সংগৃহীত

বরিশাল প্রেসক্লাবের প্রবেশদ্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর পাশাপাশি আরও কিছু স্থানে নামফলক ভাঙা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্প‌তিবার (৬ ফেব্রুয়ারি) দুপু‌রের দিকে প্রথমে কয়েকজন তরুণ হাতুড়ি দিয়ে প্রেসক্লাবের ভাস্কর্যটির কিছু অংশ ভেঙে ফেলে। পরে কিছু মোটরসাইকেলে করে ২৫-৩০ জন যুবক সেখানে এসে ভাঙচুর চালাতে থাকে, তাদের হাতে ছিল লোহার পাইপ, হাতুড়ি ও শাবল। তবে, এ সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি। উল্লেখ্য, গত ৫ আগস্টও ভাস্কর্যটির কিছু অংশ ভেঙে ফেলা হয়েছিল, পরে সেটি কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল।

প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু বলেন, ৫ আগস্ট ভাস্কর্যটির অংশ বিশেষ ভাঙা হয়েছিল, তবে পরবর্তী ক্লাবের সাধারণ সভায় ভাস্কর্যটি না ভাঙার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ছাত্ররা এসে সেটি ভেঙে ফেলে। পরিস্থিতির কারণে আমরা বাধা দেইনি, তবে ছাত্ররা ক্লাবের কোনো ক্ষতি করেনি।

রেজা

×