![শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, ক্ষুব্ধ মানুষই হামলা চালিয়েছে শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, ক্ষুব্ধ মানুষই হামলা চালিয়েছে](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-2502061057.gif)
ছবি: সংগৃহীত
জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে হামলার ঘটনায় জুলাই অভ্যুত্থানের একটি অংশ জড়িত থাকতে পারে। তিনি দাবি করেন, শেখ হাসিনা গণহত্যার জন্য কোনো ধরনের ক্ষমা না চাওয়ায় ক্ষুব্ধ মানুষ এই হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকা কলেজে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন শেষে গণমাধ্যমের কাছে এসব মন্তব্য করেন নাছির। তিনি বলেন, ১৯৭৫ সালে পটপরিবর্তন ঘটানোর পর, জিয়াউর রহমানের শাসনামল থেকে খালেদা জিয়ার জোট সরকারের সময় পর্যন্ত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি অক্ষত ছিল। তবে, জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর পরেও শেখ হাসিনার বক্তব্যে কোনো অনুশোচনা লক্ষ্য করা যায়নি। এই কারণে ক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে।
নাছির আরও বলেন, জুলাই-আগস্টে দুই হাজারের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে। তাদের আত্মত্যাগ পূর্ণতা পাবে শুধুমাত্র যখন গণহত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সঠিক বিচার করা হবে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শেখ হাসিনার উসকানিতে পা না দেয় এবং তার নির্দেশ পালন থেকে বিরত থাকে।
কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের বিচারের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।
রেজা