ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানে বাড়ি ভাঙচুরের ঘটনা দেশের গণতন্ত্র বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, `এ ধরনের ঘটনা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। বিশেষ করে এ ঘটনায় বিশৃঙ্খলায় প্রতিবেশি রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ-ইন্ধন আছে কি না, তাও তদন্ত করতে হবে।‘
‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ‘ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামে একটি সংগঠন।
ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় সরকারের কি ভূমিকা ছিল, সেটিও জানা দরকার মন্তব্য করে হাফিজ বলেন, `আমাদের কাছে এখন কোনো তথ্য নেই। সুতরাং আর অল্প কিছু সময় আমরা অপেক্ষা করব। আজকের দিনের মধ্যেই আশা করি সব কিছু পরিষ্কার হবে।‘
`কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এর জন্য দায়ী, তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে, আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে জনগণের সামনে প্রকাশিত করব।‘
বিশৃঙ্খলা দূর করতে নির্বাচন প্রয়োজন মন্তব্য করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘ছাত্ররা যদি কোনো নতুন রাজনৈতিক দল বানায়, আমরা তাকে স্বাগতম জানাই। জনগণের কাছে আরো একটি চয়েজ বাড়ল। যেদিনই নির্বাচন হবে নিশ্চয়ই সব রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবে।‘
শিহাব