![ধানমন্ডি ৩২ নম্বরে নারীকে হেনস্তা, কী কারণ? ধানমন্ডি ৩২ নম্বরে নারীকে হেনস্তা, কী কারণ?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-06-at-34155-PM-2502060944.jpg)
ছবিঃ সংগৃহীত
ধানমণ্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীসহ দুই জনকে মারধর করেছে জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি ধানমণ্ডি ৩২ নম্বর বাড়ির সামনে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় কয়েকজন তাকে একটি রিকশায় তুলে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে তখনও হামলা চলতে থাকে।
এ ঘটনায় জড়িতরা রিকশার পিছু ধাওয়া দেয়। কলাবাগানের দিকে নেওয়ার চেষ্টা করলে বাধার মুখে দিক পরিবর্তন করে ধানমণ্ডি ২৭-এর দিকে রওনা হন উদ্ধারকারীরা। কিন্তু সেখানেও উত্তেজিত জনতা ধাওয়া করে। মেট্রো শপিং সেন্টার পর্যন্ত এ ধাওয়া চলে।
কিছু সময় পর এক নারীও একইভাবে গণপিটুনির শিকার হন। তিনি ৩২ নম্বরে এসে ভাঙচুরের দৃশ্য দেখে আক্ষেপ করে বলেন, “আপার বাড়ি ভাঙতেছে।” এ কথা বলার পরই তাকে ‘আওয়ামী লীগের দালাল’ ও ‘স্বৈরাচারের দালাল’ বলে অভিযুক্ত করে মারধর করা হয়।
আসিফ