ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

বিএনপিকে ভাঙতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ

প্রকাশিত: ১৫:০২, ৬ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপিকে ভাঙতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ

রাজনৈতিক বিশ্লেষক, ওপিনিয়ন মেকার ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ড. জাহেদ-উর রহমান এক টকশোতে বলেছিলেন, “আওয়ামী লীগ অনেক কিছুতেই সফল হয়েছে কিন্তু বিএনপিকে ভাঙতে ব্যর্থ হয়েছে। বিএনপি ভেঙে যেতে পারত, কিন্তু এখনো টিকে আছে।”
তিনি আরও উল্লেখ করেন, “তারেক রহমান শুধুমাত্র বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানের সন্তান নয়। গত কয়েক বছরে তিনি এক ধরনের ‘unsung hero’ হয়ে উঠেছেন। বিএনপি যদি ভেঙে যেত, তা হলে দলটি অনেক আগেই বিপদে পড়ত। বিশেষ করে বেগম খালেদা জিয়া যখন জেলে ছিলেন, তখন দলের ভাঙনের আশঙ্কা ছিল। কিন্তু বিএনপি এই কঠিন পরিস্থিতিতেও টিকে থেকেছে।”


ড. জাহেদ-উর রহমান আরো বলেন, “তৃণমূল বিএনপি, আরবিএমসহ বিভিন্ন দলগুলো বিএনপির সঙ্গে একত্র হয়ে নানা প্রচেষ্টার মধ্যে ছিল, কিন্তু তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। তারেক রহমানের অক্লান্ত পরিশ্রম এবং কৌশলেই দলটি টিকে আছে।
এছাড়া, বিএনপির বর্তমান অবস্থান এবং নেতৃত্বে তারেক রহমানের অবদানও উল্লেখযোগ্য। এর মাধ্যমে এটি স্পষ্ট হয়ে ওঠে যে, তারেক রহমানের নেতৃত্বের প্রতি বিএনপির বিশ্বাস এখনো অটুট রয়েছে এবং দলের কাঠামো অক্ষুণ্ণ রেখেছে।


সূত্র:https://tinyurl.com/mr2ut97y

আফরোজা

আরো পড়ুন  

×