![বিচারের দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের মার্চ পর জাস্টিস মিছিল বিচারের দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের মার্চ পর জাস্টিস মিছিল](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized-55-2502060542.jpg)
ছবিঃ সংগৃহীত
ঢাকা কলেজ ছাত্রদল সম্প্রতি একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে, যেখানে তারা ছাত্রলীগের নিষিদ্ধ নেতাকর্মীদের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়েছে। মিছিলটি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।
মিছিল শেষে তারা কলেজের অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন, যেখানে দোষী ব্যক্তিদের অবিলম্বে শাস্তির দাবি জানানো হয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসররা এখনও রয়ে গেছে। তাদেরকে তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।"
উল্লেখ্য, এর আগে মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলও ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তাণ্ডব ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। তারা নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের বিচারের দাবি জানিয়েছে।
জাফরান