![৩২ নম্বরে প্রজন্ম মঞ্চ করার পরিকল্পনা! ৩২ নম্বরে প্রজন্ম মঞ্চ করার পরিকল্পনা!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-37-2502060530.jpg)
লেখক ও সমালোচক মেহেদী হাসান ধানমন্ডি-৩২ এ প্রজন্ম মঞ্চ তৈরি করার জন্য সমন্বয়কদের আহ্বান জানিয়েছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন,
“আবার একটা জোয়ার এসেছে। এই জোয়ারটা ধরে রাখতে হবে। এই জোয়ারকে কাজে লাগিয়ে বিচার নিশ্চিত করতে হবে। ৩২ এ বিচারের দাবিতে প্রজন্ম মঞ্চ তৈরি হতে পারে কিনা? রাস্তা ব্লকও হবে না, মঞ্চ করে অবস্থানও করা যাবে৷ সমন্বয়করা উদ্যোগটা নিলে ভালো হয়।
প্রিয় হাসনাত, সারজিস! তোমরা এ উদ্যোগটা নাও। গতকাল রাতের মতো সারা বাংলাদেশ তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।”
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ,বুধবার সন্ধ্যা থেকেই লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচি শুরু হয় এবং রাত ৯টায় বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২-এর মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, মুর্যাল, ভাঙচুর করা হয়।নারায়ে তাকবির স্লোগানে শুধু ভাঙচুরই নয়, অগ্নিসংযোগও করা হয় ঐতিহাসিক এই বাড়িটিতে।এখন পর্যন্ত চলমান রয়েছে ভাঙ্গচুর,সেইসাথে চলছে লুটপাট।
সূত্র:
আফরোজা