ছবিঃ আমীর খসরু মাহমুদ চৌধুরী, সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখনো তাদের নির্বাচনী কৌশল চূড়ান্ত করেনি। দলটি এককভাবে নির্বাচন করবে নাকি জোট গঠন করবে, সে বিষয়ে আলোচনা চলছে। তবে আওয়ামী লীগের সাথে কোনো মিত্রতার সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, "গণতন্ত্র যারা ধ্বংস করে দিয়েছে, তারাই নামবে গণতন্ত্র পুনরুদ্ধারে—এটা কি বিশ্বাসযোগ্য কোনো কথা? গণতন্ত্র তাদের সিস্টেমে নেই। তারা তো অভ্যস্ত হয়ে গেছে গণতন্ত্র ছাড়া ক্ষমতা দখলে। আওয়ামী লীগের সাথে বোঝাপড়ার আমাদের কোনো কারণ নেই।"
২০১৮ সালের নির্বাচনে বিএনপি 'জাতীয় ঐক্যফ্রন্ট' গঠন করে অংশ নিয়েছিল, যেখানে জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের প্রার্থীরা বিএনপির প্রতীক 'ধানের শীষ' নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে এবার জামায়াতের সাথে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে। বিএনপি চাইছে দ্রুত নির্বাচন, আর জামায়াত সংস্কারের পরে নির্বাচন চায়।
বর্তমানে বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপি যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলোর মতামত নিচ্ছে এবং পরবর্তীতে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে।
সর্বশেষ, বিএনপি এখনো নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দলটি বিভিন্ন দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সময়মতো সিদ্ধান্ত নেবে।
সূত্রঃ https://www.youtube.com/watch?v=dbcWRSKyt8c&ab_channel=JamunaTV
জাফরান