![ফ্যাসিস্টের কাছে আমরা কেউ পরাজিত হতে চাই না: কামরুজ্জামান রতন ফ্যাসিস্টের কাছে আমরা কেউ পরাজিত হতে চাই না: কামরুজ্জামান রতন](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized-53-2502060502.jpg)
ছবিঃ কামরুজ্জামান রতন , সংগৃহীত
বিএনপি নেতা কামরুজ্জামান রতন একটি টক শো তে লেছেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, জনগণের ম্যান্ডেট নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য, এবং এই লক্ষ্যে দলটি ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবে।
তিনি বলেন, "আমরা যদি মনে করি, আমরা অনেক কিছু হয়ে গেছি, তাহলে তা হবে একটি ভুল সিদ্ধান্ত। আগাম রায় দিয়ে কোনো কিছুই করা উচিত নয়। বরং আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে জনগণের কল্যাণের জন্য।"
তিনি আরও বলেন, "সম্মিলিত হলে আমরা শক্তিশালী হবো, বিভক্ত হলে দুর্বল হয়ে যাবো।ফ্যা'সিস্টের কাছে আমরা কেউ পরাজিত হতে চাই না
কামরুজ্জামান রতন মনে করেন, জনগণের স্বার্থ রক্ষায় প্রতিটি নাগরিকের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "বিএনপি জনগণের দল, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।"
সূত্র: https://www.youtube.com/watch?v=E77b3VVeDGQ&ab_channel=SATV
জাফরান