ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

গতকালের ঘটনার ১০০% দায় শেখ হাসিনার : ফাহাম আবদুস সালাম

প্রকাশিত: ১০:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:১৬, ৬ ফেব্রুয়ারি ২০২৫

গতকালের ঘটনার ১০০% দায় শেখ হাসিনার : ফাহাম আবদুস সালাম

ছবি: সংগৃহীত

গতকালের ধানমন্ডির ঘটনার ১০০% দায় শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন লেখক ফাহাম আবদুস সালাম। আজ ৬ ফেব্রুয়ারি সকালে ফাহাম আবদুস সালাম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন।  তার পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো:

“হাসিনা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। সে কোনো পাবলিক এড্রেস করতে পারবে না। 

হাসিনার মতো খুনীর জন্য কোনো সিভিলিটি হতে পারে না। শেখ পরিবারের কেউ যদি পলিটিকাল এক্টিভিটি চালায় - এর রিএকশান হবে। 
গতকালের ঘটনার ১০০% দায় শেখ হাসিনার।”

উল্লেখ্য, বুধবার বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের ছয় মাস পূর্ণ হয়। একই দিনে আওয়ামী লীগ ঘোষণা দেয় যে, রাতে ৯টায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে ভার্চুয়াল এক অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা, যিনি ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন।

এদিকে, এই ঘোষণার পর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কড়া প্রতিক্রিয়া জানায়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’ তার আগেই, ফেসবুকে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসাইন এবং পিনাকী ভট্টাচার্য 'ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল' ঘোষণার মাধ্যমে বিক্ষোভের ডাক দেন।

নুসরাত

×