ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হলের নাম পরিবর্তন, নতুন নাম ‘কাজী নজরুল ইসলাম হল’

প্রকাশিত: ০৪:৪০, ৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৪:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হলের নাম পরিবর্তন, নতুন নাম ‘কাজী নজরুল ইসলাম হল’

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তনের জন্য গণস্বাক্ষর সংগ্রহ করেন এবং অধিকাংশ শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে নতুন নামটি চূড়ান্ত করা হয়।

তারা দাবী করেন, যাদের হাতে তাদের ভাইদের প্রাণ গেছে, তাদের কোনো চিহ্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে দেয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরাতন নামটি হাতুড়ি দিয়ে পিটিয়ে তুলে দিয়ে নতুন নামকরণ করেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ও অমর একুশে হলের ফলক থেকে শেখ হাসিনার নামও মুছে ফেলা হয়।

এই পদক্ষেপটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, এবং এটি শিক্ষার্থীদের রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনা প্রকাশের একটি নতুন দৃষ্টান্ত হয়ে উঠেছে।

মো. মহিউদ্দিন

আরো পড়ুন  

×