ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

কিশোরগঞ্জে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ, ‘পাবলিক টয়লেট’ ঘোষণা ছাত্র-জনতার

প্রকাশিত: ০৪:২৭, ৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৪:২৮, ৬ ফেব্রুয়ারি ২০২৫

কিশোরগঞ্জে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ, ‘পাবলিক টয়লেট’ ঘোষণা ছাত্র-জনতার

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসকে ‘পাবলিক টয়লেট’ হিসেবে ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ অফিসের পরিত্যক্ত ভবনে অগ্নিসংযোগ করে এই ঘোষণা দেয়। পরে রাত ১১টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলে তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা দেশত্যাগ করলে বিক্ষুব্ধ জনতা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। দীর্ঘ ছয় মাস পর, ফ্যাসিবাদ পতনের অর্ধবার্ষিকী উপলক্ষে ছাত্র-জনতা কার্যালয়ের দেয়ালে ‘পাবলিক টয়লেট’ লিখে দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আশরাফ আলী সোহান এবং কিশোরগঞ্জ শাখার প্রধান সমন্বয়ক ইকরাম হোসেন অভিযোগ করেন, “শেখ হাসিনা এখনো বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন।”

 তারা দাবি করেন, ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলাদেশে রাখা হবে না।

ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

উত্তেজিত ছাত্র-জনতার বিক্ষোভের কারণে শহরের গুরুত্বপূর্ণ বিপণী বিতানগুলো বন্ধ হয়ে যায় এবং সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে।

উল্লেখ্য, ৫ আগস্টের ঘটনা অনুযায়ী, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ প্রায় সব শীর্ষ নেতা দেশ ছেড়ে পালিয়ে যান। ওই দিনই সারা দেশে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

মো. মহিউদ্দিন

আরো পড়ুন  

×