ছবি : সংগৃহীত
রাজনৈতিক বিশ্লেষক ও হাসিনা সরকার বিরোধী অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ফেসবুক স্ট্যাটাসে “ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার” আহ্বান জানিয়েছেন।
তিনি লিখেছেন, “আগামীকাল সারাদিন ফ্যাসিবাদের চিহ্ন মুছে দিন। কী কী মুছতে হবে, কমেন্ট বক্সে দেখুন।”
এরপর তিনি নিজেই কমেন্টে উল্লেখ করেন, “বিএস এম এম ইউ, স্কুল কলেজ মাদ্রাসায় শেখ রাসেল বা শেখ কামাল কমিপিউটার ল্যাব, শেখ কামাল, সুলতানা কামাল, শেখ মুজিব, ফজিলাতুন্নেছা মুজিবের নামাংকিত যে কোন স্থাপনা। বঙ্গবন্ধু নামাংকিত স্থাপনা।”
তার এই আহ্বানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সরকারপন্থীরা একে ‘ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের উসকানি’ বলে আখ্যা দিয়েছেন, অন্যদিকে তার সমর্থকরা একে ‘ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধের অংশ’ হিসেবে দেখছেন।
এ বিষয়ে এখনো প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।
মো. মহিউদ্দিন