ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে আগুন, বিক্ষোভে ছাত্র-জনতা

প্রকাশিত: ০২:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে আগুন, বিক্ষোভে ছাত্র-জনতা

ছবি : সংগৃহীত

নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবন ‘জান্নাতি প্যালেস’-এ আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়াস্থ শিমুলের বাড়িতে ছাত্র-জনতার একটি মিছিল এসে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এর আগে, রাত সাড়ে ১১টার দিকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে মিছিল শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মিছিলকারীরা সাবেক এমপির বাড়ির সামনে অবস্থান নেন এবং সেখানে আগেই পুড়ে থাকা একটি গাড়ি ও বারান্দায় আগুন ধরিয়ে উল্লাস করেন।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, “বাড়িটিতে তেমন কিছুই নেই। তবে খবর পেয়েছি, সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।”

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তদন্ত শুরু করেছে।

মো. মহিউদ্দিন

×