![৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ির সামনে ছাত্রলীগের উপস্থিতি, ফোন চুরির অভিযোগ অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইনের ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ির সামনে ছাত্রলীগের উপস্থিতি, ফোন চুরির অভিযোগ অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইনের](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৫-2502052008.jpg)
ছবি : সংগৃহীত
রাজনৈতিক কর্মী ও অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন দাবি করেছেন, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ছাত্রলীগের উপস্থিতি ছিল, এবং সেখানে তাদের দলের কয়েকজনের মোবাইল ফোন চুরি হয়েছে।
এক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ইলিয়াস হোসাইন বলেন, “আমি মনে করেছিলাম ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙার সময় আওয়ামী লীগের কেউ আসবে না। কিন্তু শুনলাম, ছাত্রলীগ সেখানে উপস্থিত ছিল। আমাদের কয়েকজনের ফোন চুরি হয়ে গেছে।”
তবে ঠিক কীভাবে বা কারা এই চুরির সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে ছাত্রলীগের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।
মো. মহিউদ্দিন