ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

অবশেষে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বরিশালের সেরনিয়াবাত ভবন

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০১:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫

অবশেষে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বরিশালের সেরনিয়াবাত ভবন

ছবি : সংগৃহীত

অবশেষে ছাত্র-জনতার তোপের মুখে পিছু হটেছে সেনাবাহিনীর সদস্যরা। প্রথমে সেনাবাহিনীর সদস্যরা বাড়ি ভাঙচুর করতে আনা বুলডোজারের চাবি নেওয়ার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতার সাথে সেনাবাহিনীর তুমুল বাগবিতন্ডা হয়। 

একপর্যায়ে সেনা সদস্যরা বুলডোজারের চাবি বিক্ষুব্ধদের হাতে দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।

এর পর পরই বুধবার দিবাগত রাত একটা ২০ মিনিটের দিকে ছাত্র-জনতা শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নগরীর কালীবাড়ি রোডের বাসভবনটি বুলডোজার দিয়ে ভাঙতে শুরু করেছে।

এরপূর্বে সাদিক আবদুল্লাহর বাড়ি ভাঙচুরের জন্য ফেসবুকে ঘোষণা দিয়ে ছাত্র-জনতাকে জড়ো করা হয়।  

রাত সাড়ে বারোটার পর পরই ছাত্র-জনতা জড়ো হয়ে সেরনিয়াবাত ভবন নামের ওই বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ বাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেয়।

রাত বারোটা পঞ্চাশ মিনিটের দিকে বিক্ষুব্ধরা বাড়ির দেয়াল ভেঙ্গে বুলডোজার প্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনীর সদস্যরা বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করেন।

এসময় বিক্ষুব্ধরা সেনাবাহিনীর সদস্যদের ছাত্রলীগের দালাল আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে।

এ রির্পোট লেখা পর্যন্ত রাত দেড়টা বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার দিয়ে সেরনিয়াবাত ভবন নামের ওই বাড়িটি ভেঙে গুড়িয়ে দিচ্ছে।

এরপূর্বে গত বছরের ৫ আগস্টের পর ওই বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেসময় বাড়ির মধ্যে আটকে পরে সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।
 

হীরা/মো. মহিউদ্দিন

আরো পড়ুন  

×