ছবি: সংগৃহীত।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার দায় অস্বীকার করায় এবার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ভরিফাইডে ফেসবুক পেজে একটি পোস্ট করেন।
আজ (০৬ ফেব্রুয়ারি) তিনি লেখেন, “চোখের সামনে যাদেরকে ম*রতে দেখলাম ,ওগুলোও Ai দিয়ে বানানো হইছিলো নাকি ?
আবু সাঈদ মুগ্ধ এগুলো সাজানো নাটক !!!
বিন্দুমাত্র অনুশোচনা-লজ্জা নাই !!!
উনি আজকেও ওই জিনিস খেয়ে ভাষণ দিয়েছে নাকি ?”
এছাড়াও তিনি এ বিষয়ে পৃথক দুইটি পোস্ট করেন যা ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি লেখেন, ‘তোমরা রিয়েলিটি মাইনে নাও।’
অপর আরেকটি পোস্টে তিনি দাবি করেন, ‘ইট ভাঙতেছে ৩২ নাম্বারে, আর নিষিদ্ধ ছাত্রলীগ আন্দোলন করতেছে আমার পোস্টের কমেন্ট সেকশনে’।
সায়মা ইসলাম