ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বরিশালে ফেসবুকে ঘোষণা দিয়ে সাদিক আবদুল্লাহর বাড়ি ভাংচুর

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০১:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫

বরিশালে ফেসবুকে ঘোষণা দিয়ে সাদিক আবদুল্লাহর বাড়ি ভাংচুর

ছবি : সংগৃহীত

এবার ফেসবুকে ঘোষণা দিয়ে শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নগরীর কালীবাড়ি রোডের বাসভবনে হামলা চালিয়ে ভাংচুর শুরু করেছে ছাত্র-জনতা।

রাত সাড়ে বারোটার পর পরই ছাত্র-জনতা জড়ো হয়ে সেরনিয়াবাত ভবন নামের ওই বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ বাড়ির মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে।

রাত বারোটা পঞ্চাশ মিনিটের দিকে বিক্ষুব্ধরা বাড়ির দেয়াল ভেঙ্গে বুলডোজার প্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনীর সদস্যরা বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করেন।

এসময় বিক্ষুব্ধরা সেনাবাহিনীর সদস্যদের ছাত্রলীগের দালাল আখ্যাদিয়ে বিভিন্নধরনের শ্লোগান দিতে থাকে।

এ রির্পোট লেখা পর্যন্ত রাত একটা বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেনাবাহিনীর সাথে বাগবিতন্ডায় লিপ্ত রয়েছেন।


 

হীরা/মো. মহিউদ্দিন

আরো পড়ুন  

×