![জামায়াতের কঠোর সমালোচনায় ফজলুর রহমান জামায়াতের কঠোর সমালোচনায় ফজলুর রহমান](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/03-2502051902.jpg)
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামের চরিত্রে অনেক পরিবর্তন এসেছে এবং তারা সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে। জামায়াতের বর্তমান আমির সম্পর্কে তিনি বলেন, "আমি তাকে চিনি, তিনি জাসদ ছাত্রলীগ করতেন। মাহমুদুর রহমান মান্নার কর্মী ছিলেন। কিন্তু এখন তারা ফ্র্যাঙ্কেনস্টাইনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে—যারা আশ্রয় দিয়েছে, তাদেরই আক্রমণ করছে।"
তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, বিএনপির প্রতীকে নির্বাচন করে জামায়াত রাজনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। "তারা বিএনপির ছায়ায় থেকে রাজনীতি করেছে, কিন্তু এখন মনে হচ্ছে বিএনপির প্রয়োজন নেই, নিজেরাই নির্বাচন করে জয়লাভ করবে," বলেন তিনি।
ফজলুর রহমান অভিযোগ করেন, জামায়াত ও শিবিরের প্রভাব বিস্তারের ফলে বিভিন্ন খাত তাদের দখলে চলে যাচ্ছে। "তারা ব্যাংক, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় দখল করছে। ভাইস চ্যান্সেলররাও তাদের ছাড়া চলতে পারেন না," উল্লেখ করেন তিনি।
নিজ জেলা কিশোরগঞ্জের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আমার জেলায় জামায়াত যদি একটি আসনও পায়, তবে আমার পুনর্জন্ম নিতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, জামায়াত এখানে ১০% ভোট পেলেও তা অবাক করার মতো হবে। কিন্তু বাস্তবতা হলো, এখন প্রশাসনও তাদের ছাড়া চলতে পারে না।"
তিনি আরও বলেন, বিএনপি বরাবরই জামায়াতকে রাজনৈতিকভাবে আশ্রয় দিয়েছে। খালেদা জিয়ার দুটি গুরুত্বপূর্ণ বিবৃতি উল্লেখ করে তিনি বলেন, "যদি সেই বিবৃতিগুলো না মানা হয়, তবে ভুল করা হবে। খালেদা জিয়ার মতো নেতা পাওয়া কঠিন।"
শরিয়া আইন প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, "যদি কেউ ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তবে তা ভোটের মাধ্যমেই করতে হবে। লাঠির জোরে নয়।" তিনি বলেন, "যদি জনগণ ভোট দিয়ে ইসলাম কায়েম করতে চায়, তাহলে আমরা তাদের স্যালুট জানাবো।"
ভোটের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, "দেশে আগে নির্ধারণ করতে হবে, কে সংখ্যাগরিষ্ঠ—বিএনপি, জামায়াত নাকি অন্য কেউ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বলেছিলেন, আগে ভোট চাই, কারণ আগে নির্ধারিত হোক, কে বাংলার নেতা হবে।"
শেষে তিনি বলেন, "ভোটই একমাত্র সমাধান। তারেক রহমানও বলেছেন, সংস্কারের পথ ভোটের মাধ্যমেই নির্ধারণ করতে হবে।"
ভিডিও দেখুন: https://youtu.be/yeHlQvcngfw?si=0aU17jcjQUP_sTCI
এম.কে.