ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ধানমন্ডি ৩২ এর ধ্বংসস্তুপ থেকে মিললো অনেকগুলো সিভি

প্রকাশিত: ২৩:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ধানমন্ডি ৩২ এর ধ্বংসস্তুপ থেকে মিললো অনেকগুলো সিভি

ছবি: সংগৃহীত।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ভাঙচুর চালিয়েছেন। সন্ধ্যা থেকেই ধানমন্ডি ও আশপাশের এলাকায় হাজার হাজার শিক্ষার্থী ও জনতা জড়ো হতে থাকেন। এক পর্যায়ে, বিক্ষুব্ধ জনতা ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি বুলডোজার ব্যবহার করে বাড়িটি আংশিক ধ্বংস করে এবং আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে প্রায় ২০টি সিডি উদ্ধার করা হয়েছে, যেখানে চাকরিপ্রাপ্তদের রাজনৈতিক সুপারিশ ও ঘুষের মাধ্যমে নিয়োগ পাওয়ার প্রমাণ রয়েছে বলে দাবি করা হচ্ছে। এক শিক্ষার্থীর হাতে থাকা একটি সিভিতে দেখা যায়, যেখানে প্রার্থী মাত্র ৩.০০ সিজিপিএ অর্জন করলেও তাকে জাদুঘরে ১ লাখ টাকা বেতনে চাকরির সুপারিশ করা হয়েছে।

এছাড়া, ঘটনাস্থল থেকে বেশ কিছু ভোটার আইডি কার্ড ও সার্টিফিকেটও পাওয়া গেছে, যা নিয়ে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের দাবি, মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করেও যোগ্যতা অনুযায়ী চাকরি পান না, অথচ রাজনৈতিক প্রভাব ও ঘুষের মাধ্যমে অযোগ্য প্রার্থীরা উচ্চ বেতনের চাকরি পাচ্ছেন। তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সায়মা ইসলাম

×