ছবি: সংগৃহীত
কিছু মানুষ সংস্কারের কথা বলে সব ধরনের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সংস্কারের নামে বিলম্ব করাটা ষড়যন্ত্র কিনা দেখতে হবে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ফেনীতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। সেখানে এছাড়াও আরও বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
সেখানে তিনি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য আড়াই বছর আগে বিএনপি সংস্কারের কথা বলেছিল। তখন বিএনপি ছাড়া কেউ সংস্কারের কথা বলেনি। কারণ বিএনপি জানত এ স্বৈরাচারের বিদায় হবে।
তিনি আরও বলেন, আগে থেকে বিএনপি কাঠামো ঠিক করে রেখেছিল। আগামীতে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে। জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে এ ৩১ দফার মাধ্যমে দেশমে এগিয়ে নিয়ে যাবে।
দেশকে এগিয়ে নেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করবে। জনগনের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। আমাদের ৩১ দফা প্রতিশ্রুতি দিয়েছি সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।
শিলা ইসলাম