ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ঐক্যবদ্ধ বাংলাদেশ: হাসনাত

প্রকাশিত: ২২:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ঐক্যবদ্ধ বাংলাদেশ: হাসনাত

ছবি: সংগৃহীত।

আজ রাতে ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা এই হামলা চালায়। এর আগে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে অংশগ্রহণের প্রতিবাদে ছাত্র-জনতা আজ রাত ৯টায় 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' কর্মসূচি পালনের ঘোষণা দেয়। 

এদিকে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে হাসনাত আব্দুল্লাহ’র ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটা পোস্টে বলা হয়েছে, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।”

সন্ধ্যা থেকেই ধানমন্ডির আশেপাশে জড়ো হচ্ছিলেন হাজার হাজার ছাত্র-জনতা। গুড়িয়ে দেওয়া হচ্ছে ধানমন্ডি ৩২ নাম্বার এই বাড়িটি। একই সাথে দেওয়া হয়েছে আগুন। এ বিষয়ে আজ রাত ১০:৪০ এ হাসনাত আব্দুল্লাহ’র ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটা পোস্টে বলেন হয়, ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ।’

সায়মা ইসলাম

×