ছবি: সংগৃহীত
খুলনায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ‘শেখ বাড়ি’ নামে পরিচিত শেখ হাসিনার চাচার বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ঘোষণা দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু করেন। পরে তাঁরা সিটি করপোরেশনের দুটি বুলডোজার এনে পুরো বাড়িটি গুঁড়িয়ে দেন।
এ সময় আন্দোলনকারীরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
খুলনার ময়লাপোতা এলাকায় অবস্থিত এই বাড়িটি শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিনসহ পরিবারের অন্য সদস্যদের আবাসস্থল ছিল। এক সময় এখান থেকেই পদ্মার এপারের আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হতো বলে জানা যায়।
এর আগে, গত ৪ আগস্ট ছাত্র-জনতা প্রথম দফায় বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আবারও সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। বুধবার রাতে আন্দোলনকারীরা সেটি পুরোপুরি গুঁড়িয়ে দেন।
আসিফ