সংগৃহীত
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ, যেখানে নুসরাত তাবাসসুমের ফেসবুক পোস্ট এবং আন্দোলনকারীদের প্রতিবাদ পরিস্থিতি আরও তীব্র করেছে।তাঁর বক্তব্য "আগুন ঘি" ঢেলে দিয়েছে।বুধবার রাতে সমন্বয়ক নুসরাত তাবাসসুম নিজের ফেসবুক পোস্টে লেখেন, “৩২ এর সাথে সাথে সমাধিসৌধটাও হিসাবে রাইখেন আর কি মাথায়! ৬ মাসে একটা, এক বছরে আরেকটা।মুখ খুললেই বুলডোজার।”
বুধবার সন্ধ্যা থেকেই লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতা জমায়েত হয়। ‘বুলডোজার মিছিল’ ও ‘মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
রাত ৯টায় বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২-এর মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, মুর্যাল, দরজা-জানালাসহ অনেক কিছুই ভাঙচুর করা হয়।নারায়ে তাকবির স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষোভের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এবার শুধু ভাঙচুরই নয়, অগ্নিসংযোগও করা হয় ঐতিহাসিক এই বাড়িটিতে।
আফরোজা